“In photography there is a reality so subtle that it becomes more real than reality.” — Alfred Stieglitz
✅আজকের পয়েন্টটি সকল ধরনের ব্যবসায়ীদের জন্য ভীষণ জরুরী। ট্রেডিশনাল বা অনলাইন ব্যবস্যা নয়, ব্যক্তি জীবনেও কমেন্টের ব্যপকতা বিদ্যমান।
✅এই বিষয় নিয়ে কিছু ট্রিকস জানার আগে আমাদের জানতে হবে, কমেন্ট বিষয় টা আসলে কি❓
আমাদের বেশিরভাগের এই ধারনা যে, কমেন্ট হল কোন কিছু দেখার পর বা পড়ার পর অথবা শোনার পর নিচে লেখার জন্য যে ঘর
বরাদ্দ থাকে তাতে কিছু লেখাকে কমেন্ট বলে।
কিন্তু কমেন্ট মানে কি সত্যি সত্যি এটাই❓
✅মূলত কমেন্ট মানে হল অভিমত বা মতামত। আর যে কোন বিষয় নিয়ে কিছু অভিমত দেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে এখানে আমি কি
মতামত দিতে পারি। আপনার একটা মতামত ই আপনার ব্যক্তিত্ব কে ফুটিয়ে তুলতে পারে, অথবা পারে আপনাকে সস্তা ভাবাতে।
কারো ভাবনার রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে, এই কমেন্ট বা মতামত এমন হওয়া জরুরী যে আপনার মতামতটি যেন সে
কয়েক মিনিট অন্তত ভাবার অবকাশ করে দেয়। তার মানে হল, আপনার মতামত যেন পড়ার সময় বা শোনার সময় সেটা শুধু ব্রেনে না
গিয়ে মনেও গিয়ে পৌছায়। ব্রেন এবং মন যখন কোন বিষয়ে সাড়া দেয়, সেই বিষয়টা আমরা কখনোই ভুলে যাইনা।
⭕তারমানে কমেন্টে কি লিখবো❓ কেন লিখবো❓
✅এমন কিছু লিখবো যেটা আপনি যে বিষয়ের উপর লেখা পড়ছেন বা শুনছেন সেই বিষয় নিয়ে এমন কিছু, যা লেখককে আপনার প্রতি
আকৃষ্ট করে। আপনার কোন পোষ্ট পড়তে বাধ্য করে। যেন আপনি কি নিয়ে কাজ করেন, সেটা জানার আগ্রহ তৈরী করে দেয়। তার
যেন মনে হতে থাকে, ওই মানুষটার কমেন্ট ছাড়া আমার লেখাটা অসম্পূর্ণ লাগছে।
আপনি ভাবুন তো, আপনার ক্ষেত্রে কি এমনটা হয়নি কখনো? আপনি কোন একটা কিছু লিখলেন, বা বানালেন বা আঁকলেন বা গাইলেন,
আপনার এমন কারো কথা কি মাথায় আসেনি কখনো? যার কমেন্টটার জন্য হাহাকার লাগে! কেন সে এখনো আমার কমেন্ট টা দেখলো
না?
আমার কিন্তু কয়েকজয়ের কমেন্টের জন্য এমন হয়। এমনকি অনেকেই আমায় বলেছেন যে, আমার কমেন্টের জন্য তারা অপেক্ষা
করেন।
তারমানে হল, এই কমেন্টের মধ্যদিয়েই একটা পরিচিতি বা সম্পর্ক তৈরী করে ফেলা সম্ভব। যেটা আপনার আল্টিমেট গোল,
সেপথে এগোতে গেলে এইরূপ পরিচিতির বিকল্প কিছু হতেই পারেনা।
⭕✅অনেকেই দেখি যে কোন পোষ্টে না বুঝেই অথবা না পড়েই তাতে ধন্যবাদ, দারুণ লিখেছেন, অসাধারন, শুভকামনা এই কথা গুলো
তোতাপাখির বুলির মত লিখে যান। আপনি একটিবার ভাবেন তো, এমন কমেন্ট করে ফিরতি রিপ্লাইতে কি পেয়েছেন আপনি?
হয়ত একটি লাইক বা সে আরো উদার হলে লাভ রিয়েক্ট অথবা আরো বেশি উদার মানসিকতার কারনে 'আপনাকেও ধন্যবাদ' রিপ্লাই।
তো এতো এতো কমেন্টের ভীরে আপনার এই কমেন্টের উদ্দেশ্য, উপকারিতা বা গ্রহণযোগ্যতা আসলেই কতটুকু সেটা একবার ভেবে
দেখার অনুরোধ রইলো।
✅আরো একটা বিষয় বিশেষ ভাবে খেয়াল করি, সকল পোস্টে কমেন্ট করার বিষয় টা! এটা আপনাকে সত্যি সত্যি সস্তা বানিয়ে দেয়।
ধরেন কেউ একজন পোষ্ট করলো, আমি এখনো রাত জেগে পড়ছি, আপনি কি করছেন?
এখন এই পোস্টে দেখি লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। সত্যি করে বলেন তো, এখানে কমেন্ট করে আপনি কি আশা করেন?
যাকে কমেন্ট করছেন, সে একবার পড়ে দেখে এই কমেন্ট গুলো? নাকি, সে এতো এতো লোকের কমেন্ট পাওয়ার ধান্দাতেই এই পোষ্ট
দিয়েছেন! বরং আপনার এমন যায়গায় কমেন্ট অন্য একজন ব্যক্তিত্ববান মানুষের কাছে আপনাকে সস্তাই করে দেবে। উল্টোদিকে
একটা তত্বগত ও তথ্যগত পোস্টে আপনার একটা দারুণ কমেন্ট অন্য অনেককেই আপনার প্রতি মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিতে পারে।
✅আমি সব সময় যে কথাটা বলি সেটা হল, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আশাকরি কমেন্টে কি লিখবেন, কেন লিখবেন আর
লিখে কি পাবেন এতোক্ষনে ধারণা পেয়ে গেছেন।
এখন যদি মনেমনে ভাবেন যে, এটা আবার বিজনেস ট্রিকস হল কি করে❓
তাহলে বলব, বিজনেস হোক বা ব্যক্তিজীবন তাতে একটা ভালো কমেন্ট বা মতামত আপনাকে বিপরিত পাশের মানুষের সাথে দারুণ
একটি সম্পর্কের বাঁধন গড়ে দেবে। আর একটি ভালো সম্পর্কই পারে আপনাকে বার বার তার কাছে ফিরিয়ে নিয়ে আসতে। আর সে
যতবার আপনার কাছে আসবে, সেটাই তো রিপিট কাস্টমার হিসেবে তাকে আপনার কাছে মূল্যবান করে তুলবে।
কমেন্ট লিখুন। মনের মাধুরী মিশিয়ে লিখুন। কমেন্টই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। একটি ভালো কমেন্ট দশটি মধ্যমমানের পোষ্টের চেয়ে বেশি কাজে আসে। যারা বলেন পোষ্ট লিখতে পারেন না, তাদের ভালো শব্দ ব্যবহার করে বড় কমেন্ট করা উচিত। লেখায় একবার নিজের নিয়ন্ত্রন চলে এলে অনেক ভালো কিছু লিখে ফেলা সম্ভব।
💌পরের পর্বে লিখবো, কি করে রিপিট কাস্টমার তৈরী করবেন সে বিষয় নিয়ে।
বিঃদ্রঃ যারা কমেন্ট করা শিখতে চান, এই পোস্টের কমেন্ট গুলো পড়ে দেখতে পারেন। বুঝে যাবেন সুন্দর করে লেখার ধরণ। তারপর কমেন্ট করুন। আমি কিন্তু যে সকল পোষ্ট ভালো লাগে, সেগুলোর বেশিরভাগ কমেন্ট পড়ে থাকি।😊😍
ধন্যবাদ🤝
~সুকান্ত দে