photographer img

Business-tricks-1

Photographer | Traveller

“In photography there is a reality so subtle that it becomes more real than reality.” — Alfred Stieglitz

🎯"অন্যকে অনুকরণ নয়, নিজস্বতা আনুন"

💠অনেকেই বলেন বিজনেস তো দেখেই শিখতে হয়। কেউ একজন এটায় ভালো করেছে মানে আমিও সেই বিষয়ে ভালো করতেই পারি! কারন সে করে দেখিয়েছে, এভাবে ভালো করা সম্ভব!

💠সত্যি বলতে এই বিষয়টা ব্যবসার ক্ষেত্রে ঠিক নয়। ব্যবসা করতে হয় নিজস্বতা দিয়ে। যারা সফল হয়েছেন প্রত্যেকেই তাদের নিজস্বতা দিয়েই আজ সফল। আর এই নিজস্বতাই তো নিজের একটা সিগনেচার।

💠বুঝিয়ে বলছি... গতকাল আমি বাইক চালাচ্ছিলাম। সীমিত গতিতে বাইক চালাচ্ছিলাম বলে, পেছন থেকে হর্ণ দিয়ে বাস, প্রাইভেটকার, বাইক গুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আমি সামনের দিকে তাকিয়েও সেগুলোর হর্ণ শুনেই বুঝে যাচ্ছিলাম, কি আসছে পেছন থেকে। আমাকে কতটা যায়গা দিতে হবে?

💠একবার ভাবুন তো, বাসে যদি বাইকের হর্ণ লাগানো হত! অথবা এম্বুলেন্সে বাসের হর্ণ! অথবা বাইকে সাইকেলের ক্রিং ক্রিং বেল! কি অবস্থা হত নিশ্চই অনুধাবন করতে পারছেন। যা আমাদের নিজস্বতা দেয় সেটার বাইরে গিয়ে কিছু করাতে কিন্তু আমাদের স্বকিয়তাই নষ্ট করে দেয়। আর সেজন্য আমাদের বিপদেই পড়তে হতে পারে!

💠ভাবুনতো একবার, বনের রাজা সিংহ যদি ভালোবেসে শিয়ালের ডাক দেয় কেমন লাগবে! অথবা শিয়াল শিয়াল বাঘের হুংকার দিলে! তারমানে নিজস্বত এমন এক বিষয় যার জন্য সবার থেকে আমরা নিজেকে আলাদা করে তুলতে পারি। বাসের হর্ণটাই তার সিগনেচার। কিংবা এম্বুলেন্সের সাইরেনটাই তার বিশেষত্ব।

💠ব্যবসা করতে গেলে এই বিশেষত্বকে গড়ে তোলা ভীষণ জরুরী। আপনার আলাদা কিছুই আপনাকে আর সকলের থেকে আলাদা করে উপরে নিয়ে যাবে। একটা পণ্য নিয়ে তো অনেকেই কাজ করছেন কিংবা ভবিষ্যতেও অনেকেই করবেন। কিন্তু সবাইকে কে কি সবাই মনে রাখতে পারবে? মনে করুন তো, আপনি যখন কোন ড্রেস কেনার কথা ভাবেন তখন সবার আগে যে দোকানটার কথা মাথায় আসে, সেটা কেন আসে মাথায়? কেন অন্যগুলোই আগে আসলো না?

💠হ্যা এটাই সেই দোকানের বা সেই উদ্যক্তার বিশেষত্ব। তাই অন্যকে অনুকরণ করার বোকামী না করে, নিজের ব্রেনকে কাজে লাগিয়ে আলাদা কিছু করার চেষ্টা করুন। এটাই আপনাকে আর সকলের চেয়ে এগিয়ে রাখবে। শুভকামনা রইলো...

💌(পরের পর্বে লিখবো রিভিউ পাওয়ার ট্রিকস নিয়ে)

~সুকান্ত দে